শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২৪ জেলায় অব্যাহত থাকাবে শৈত্যপ্রবাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
কুয়াশাচ্ছন্ন সকাল
expand
কুয়াশাচ্ছন্ন সকাল

বাংলাদেশের অন্তত ২৪টি জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। কিছু কিছু এলাকায় চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার প্রবণতাও আগের মতোই থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তবে এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে শুষ্ক আবহাওয়ার সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার ধরনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। এদিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X