রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসির জোড়া গোল ও রেকর্ড অ্যাসিস্টে সেমিতে মায়ামি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
expand
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মাঠে যেন আবারও দেখা গেল পুরোনো লিওনেল মেসিকে। প্রথমার্ধে দু’টি গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সতীর্থের গোলেও রাখলেন সরাসরি ভূমিকা তাতেই রচনা করলেন নতুন এক রেকর্ড।

মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

রোববার সকালে অনুষ্ঠিত এমএলএস কাপ প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিলকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে মায়ামি। আগের দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পাওয়ায় এটি ছিল কার্যত ‘অল অর নাথিং’ ম্যাচ।

দলের জয়ে মেসির পাশাপাশি জোড়া গোল করেছেন তাদেও আলেন্দে। দ্বিতীয়ার্ধে আলেন্দের দ্বিতীয় গোলে সহায়তা করে মেসি স্পর্শ করেন ৪০০ অ্যাসিস্টের অবিশ্বাস্য মাইলফলক, যা এখনও পর্যন্ত কোনো সক্রিয় ফুটবলারের নেই।

পেশাদার ফুটবলে মেসির আগে ৪০০ অ্যাসিস্টে পৌঁছেছেন কেবল একজন-হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, যার অ্যাসিস্ট সংখ্যা ৪০৪। খুব শিগগিরই তাকে ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।

দীর্ঘ ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ২৬৯টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬০টি, ইন্টার মায়ামির হয়ে ৩৭টি এবং পিএসজির হয়ে ৩৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।

অ্যাসিস্টের পাশাপাশি গোল সংখ্যায়ও আরেকটি মাইলফলকের দ্বারপ্রান্তে আছেন মেসি। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোলের পর তার মোট গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে ৮৯৪-অর্থাৎ ৯০০ গোলে পৌঁছাতে আর মাত্র ছয়টি দূরত্ব।

চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচে ৪৪ গোলের সঙ্গে ২১টি অ্যাসিস্ট যোগ করেছেন এই আর্জেন্টাইন তারকা। সাম্প্রতিক সাত ম্যাচে তার সরাসরি অবদান রয়েছে ১৮টি গোলে-যা প্রমাণ করে এখনও তিনি কতটা ধারাল।

ফ্লোরিডার ম্যাচে ১০ মিনিটের মাথায়ই প্রথম গোলটি পান মেসি। ন্যাশভিল ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে বক্সে ঢুকে বাম পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৩৯ মিনিটে মাতেও সিলভেত্তির পাসে বক্সের বাইরে থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন আলেন্দে। তিন মিনিট পর মেসির দুর্দান্ত থ্রু পাস ধরে স্কোরলাইন ৪-০ করেন এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচের পর মায়ামি কোচ ও সতীর্থরা মেসির পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। এখন তাদের পরবর্তী প্রতিপক্ষ সিনসিনাটি, যাদের বিপক্ষে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন