বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পেলেন মুশফিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ (১৯ নভেম্বর) মিরপুরে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অংশ নিয়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে পা রাখলেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশ করেন মুশফিক। স্টেডিয়ামের গ্যালারিতে তার অর্জনকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ ভক্তরা হাতে তুলে ধরেন মুশফিকের ছবি ও শুভেচ্ছাবার্তায় সাজানো ব্যানার। এই বিশেষ দিনে তার পরিবারও উপস্থিত ছিল মাঠে, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

মুশফিককে সম্মাননা জানাতে বোর্ড ও সতীর্থরা তার হাতে নানা স্মারক তুলে দেন। তার হাতে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ পরিয়ে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি ২০০৫ সালে তার অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানও তাকে একটি বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন।

এ ছাড়া বিসিবির পক্ষ থেকে তাকে ক্রেস্ট তুলে দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং হাবিবুল বাশার যৌথভাবে মুশফিকের প্রথম ও শততম টেস্ট ম্যাচের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি স্মারক হিসেবে উপহার দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন