

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ব্যাট হাতে অর্ধশতক পূর্ণ করার পর এক অভিনব ভঙ্গিতে উদযাপন করেন। এই উদযাপন নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। অনেকে বলছেন পাকিস্তানি ক্রিকেটাররা খেলায় হারলেও অঙ্গবঙ্গিতে বাজিমাত করছেন।
রবিবার দুবাইয়ে অক্ষর প্যাটেলের বলে ছক্কা মেরে পঞ্চাশ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে তিনি ডাগআউটের দিকে তাকিয়ে বন্দুক চালানোর মতো ভঙ্গি করেন।
মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভারতীয়রা সমালোচনায় মেতেছেন এই উদযাপনের। কারণ এই উদযাপন নাকি গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলার দিকে ইঙ্গিত করেছে। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন ভারতীয় পর্যটক।
ফারহানের বন্দুক চালানোর ভঙ্গিকে অনেকে সংবেদনশীল পরিস্থিতিকে উসকে দেওয়া বলে মন্তব্য করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভারতের রাজনৈতিক মহলেও সমালোচনা ওঠে। মহারাষ্ট্রে বিরোধী দলগুলো বিসিসিআই ও বিজেপিকে দায়ী করে।
ম্যাচের আগেই উত্তেজনা ছিল তুঙ্গে। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয়বারের মতো পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। গ্রুপ পর্বের ম্যাচেও ভারতীয়রা হাত মেলাননি। সেই জয়ে সূর্যকুমার পেহেলগামের নিহতদের ও সেনাদের প্রতি জয় উৎসর্গ করেছিলেন।
অন্যদিকে, রাজনৈতিক পর্যায়ে পেহেলগাম হামলায় নিহতদের পরিবার ও বিরোধী দলগুলো পাকিস্তানের সঙ্গে খেলা বয়কটের দাবি তোলে। তবে কেন্দ্রীয় সরকার বহুপাক্ষিক টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেয়, যদিও দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখার নীতি বহাল রাখে।
ফারহানের উদযাপন আড়াল করে দিয়েছে তার ব্যাটিং পারফরম্যান্সকেও। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন। তাতে ভর করেই পাকিস্তান পেয়েছিল ১৭১ রানের পুঁজি।
মন্তব্য করুন
