

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত। ১৭২ রানের টার্গেট তারা সহজেই ছুঁয়ে ফেলে ৭ বল হাতে রেখেই, হাতে থাকে ৬ উইকেট।
শুরুতেই ভারতীয় ওপেনাররা ঝড় তোলে। অভিষেক শর্মা কেবল ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন—যার মধ্যে ছিল ৬টি চার আর ৫টি ছক্কা। সঙ্গী শুভমান গিলও পিছিয়ে ছিলেন না, ২৮ বলে ৪৭ রানের ঝলক দেখান তিনি। তবে সুর্যকুমার যাদব শূন্য হাতে ফেরেন, আর সঞ্জু স্যামসন করেন ১৩ বলে ১৭। কিছুটা চাপ তৈরি হলেও শেষ দিকে তিলক ভর্মা (১৯ বলে অপরাজিত ৩০) ও হার্দিক পান্ডিয়া ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে হারিস রউফ নেন ২টি উইকেট। ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ভাগ করে নেন আরও একটি করে। তবে মোটের ওপর বোলিং ছিল নিষ্প্রভ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৭১ রান। ওপেনার সাহিবজাদা ফারহান খেলেন ইনিংসের সেরা—৪৫ বলে ৫৮ রান (৫ চার, ৩ ছক্কা)। বাকিদের মধ্যে ফখর জামান ১৫, সাইম আয়ুব ২১, হুসেইন তালাত ১০ ও মোহাম্মদ নওয়াজ করেন ২১ রান। তবে ফারহানের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে গতি আর ফিরতে পারেনি।
ভারতের হয়ে শিবম দুবে ঝুলিতে ভরেন ২ উইকেট, কুলদীপ যাদব পান ১টি।
মন্তব্য করুন
