বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে দুই চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
অস্ট্রেলিয়ার দল
expand
অস্ট্রেলিয়ার দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত স্কোয়াডে দুটি সিদ্ধান্ত বিশেষভাবে নজর কেড়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে তার অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে।

দলের নিয়মিত তারকাদের মধ্যে প্যাট কামিন্স ও জশ হেইজেলউড প্রত্যাশামতোই স্কোয়াডে রয়েছেন। তবে চোটের শঙ্কা থাকলেও নির্বাচকদের আস্থায় জায়গা ধরে রেখেছেন টিম ডেভিড, যা আরেকটি চমক হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মিচ ওয়েন, শন অ্যাবট ও জশ ফিলিপকে দলে রাখা হয়নি। ফিলিপ বাদ পড়ায় জশ ইংলিসই থাকছেন দলের একমাত্র বিশেষায়িত উইকেটকিপার।

এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেললেও কুনেমান এখনও উইকেটের দেখা পাননি। তবুও উপমহাদেশের কন্ডিশনে বাঁহাতি স্পিনারের কার্যকারিতা বিবেচনায় তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন টিম ম্যানেজমেন্ট। ২০২৫ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট ক্রিকেটে তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছিল।

স্পিন বিভাগে কুনেমানের সঙ্গে থাকছেন অভিজ্ঞ অ্যাডাম জাম্পা। নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে ধারাবাহিকতা দেখা গেছে। সেই ধারাবাহিকতার সঙ্গে ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখেই ভারসাম্যপূর্ণ দল গড়া হয়েছে।

প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই জানান, কামিন্স, হেইজেলউড ও ডেভিড বিশ্বকাপে অংশ নেওয়ার মতো ফিট থাকবেন বলে তারা আশাবাদী। কামিন্সকে শেষ দুই অ্যাশেজ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল, হেইজেলউড পুরো সিরিজে খেলেননি। অন্যদিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে টিম ডেভিড বিগ ব্যাশ লিগের বাকি ম্যাচগুলো খেলবেন না।

১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। আগের আসরে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না; আফগানিস্তানের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছিল।

অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X