মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্য এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা: শিবির সভপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নেকাব নিয়ে বিএনপির এক নেতার মন্তব্যকে অশালীন, অবজ্ঞাপূর্ণ ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার ( ১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, নেকাব ইস্যুতে বিএনপির এক নেতার ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা জানাই। মুসলিম নারীর নেকাব শুধু একটি পোশাক নয়—এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদত ও পর্দার একটি রূপ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন— "বল (হে নবী), ঈমানদার নারীদেরকে যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপরে টেনে নেয়" (সুরা আহযাব, ৩৩:৫৯)।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভপতি আরও লেখেন, বিএনপি নেতার জঘন্য ভাষ্য শুধু ইসলামী শরিয়তের বিরুদ্ধে নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা। বাংলাদেশ সংবিধানের ৪১(১)(ক) ধারা ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR Article 18-ও Religious Expression-এর স্বাধীনতা চূড়ান্তভাবে স্বীকৃতি দেয়।

ইসলামের বিধানকে নিয়ে বিদ্রূপ করা রাজনৈতিক কুশলতা নয়—এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা। বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X