

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের আকাশে আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে ক্ষেত্রে আগামী বুধবার (২১ জানুয়ারি) শাবান মাস শুরু হবে।
দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সে হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও মাঠপর্যায়ের কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
সব তথ্য বিশ্লেষণ শেষে কমিটি নিশ্চিত করে যে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের কোনো অঞ্চলে শাবান মাসের চাঁদ দৃশ্যমান হয়নি। এ কারণে শাবান মাস শুরু হবে বুধবার থেকে।
হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত নামে পরিচিত। এ রাতকে কল্যাণ ও ক্ষমার রাত হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন।
পবিত্র শবে বরাতকে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা হিসেবেও ধরা হয়। কারণ শাবান মাসের পরেই আসে সিয়াম সাধনার মাস রমজান। এ কারণে অনেক মুসলমান শবে বরাত থেকেই রমজানের প্রস্তুতি শুরু করেন।
মন্তব্য করুন

