

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক পথে এগিয়ে নেবে।
তিনি দাবি করেন, জনগণ চাইলে এই ভোটের মাধ্যমেই প্রধানমন্ত্রী হওয়ার মেয়াদ সর্বোচ্চ দুইবারে সীমাবদ্ধ করা সম্ভব হবে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা যদি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান; যদি চান শিক্ষিত তরুণরা যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরি পাক এবং একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক- তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হবে।”
তিনি দুর্নীতিকে একটি ফুটো ট্যাংকের সঙ্গে তুলনা করে বলেন, “যতই উন্নয়ন করা হোক, দুর্নীতি বন্ধ না হলে তার সুফল পাওয়া যায় না। আমাদের লক্ষ্য এই দুর্নীতির ছিদ্রগুলো বন্ধ করা।
এবারের নির্বাচন হবে দুর্নীতি রোধের নির্বাচন, চাঁদাবাজি বন্ধের নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার নির্বাচন।”
তিনি বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে মাঠে নেমে সক্রিয় ভূমিকা রাখতে হবে। “আমাদের রাজনীতিতে ভয়ভীতি, জোরজবরদস্তির জায়গা নেই। আমরা মানুষের কাছে ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে যাই। প্রয়োজনে ভোট চাইব, কিন্তু দুর্নীতির পথ নেব না,”-যোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন, আর এটিই তার রাজনীতির শক্তি। বক্তব্যের শেষ দিকে তিনি উপস্থিত জনগণের কাছে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন
