সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

 ঢাকা-১৫ আসনে সমাবেশ দিয়ে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
মিরপুরে জামায়াতের সমাবেশ শুরু
expand
মিরপুরে জামায়াতের সমাবেশ শুরু

রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচার জনসভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে আছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে জুলােই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও যোগ দিয়েছেন।

নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রথম দিনে আজ বৃহস্পতিবার এই জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রমের সূত্রপাত করছে জামায়াত।

দেখা যায়, জোহর নামাজের পর থেকে আদর্শ স্কুলের মাঠে লোক সমাগম বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

ইতিমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন জামায়াত আমির ও ঢাকা-১৫ আসনের এমপি পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X