রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে নিজের অবস্থান স্পষ্ট করে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমানের পক্ষথে আহ্বানজানিয়ে বলা হয়েছে, ‘প্রিয় দেশবাসী, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’

আরো উল্লেখ করা হয়েছে, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান, ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান, ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।” সবাইকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দিন। আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X