বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নুরের অনুপস্থিতিতে, গণ-অধিকার পরিষদের নতুন সভাপতি ফারুক হাসান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
ফারুক হাসান
expand
ফারুক হাসান

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় দলের রুটিন দায়িত্ব সাময়িকভাবে ফারুক হাসানের হাতে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত এবং দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুযায়ী এই দায়িত্ব দেওয়া হয়েছে।

নুরের অনুপস্থিতিতে সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এখন থেকে সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন