শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

সমাবেশের আগেই পরিপূর্ণ আলিয়া মাদরাসার মাঠ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
সিলেট আলিয়া মাদরাসার মাঠে মানুষের ঢল
expand
সিলেট আলিয়া মাদরাসার মাঠে মানুষের ঢল

সিলেট আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপি'র আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ সকাল ১০টার পর সমাবেশ শুরুর কথা রয়েছে। নির্বাচনী এই সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে মানুষ এসে যোগ দেন সমাবেশস্থলে।

ভোর থেকে আরও বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম। জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

সিলেট জেলার ৬টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

বরাবরই পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে বিএনপি। তারেক রহমানও হাঁটছেন সেই পথে। নেতাকর্মীদের স্লোগানে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার আহ্বান। তারেক রহমান, ভোটারদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

দেশ ও জনগণের কল্যাণে নিজের পরিকল্পনা তুলে ধরে, সাধারণ মানুষের কাছে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তিনি।

সমাবেশ শেষে সড়পথে তারেক রহমান রওনা হবেন ঢাকা অভিমুখে। পথে মৌলভিবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X