সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাল বিএনপি
expand
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাল বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতাসহ দলীয় নেতাকর্মী। পরে জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবা‌দিকদের বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার ইসির কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

বিএন‌পির কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে দলের মহাস‌চিব বলেন, ‘নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X