সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে : তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা শুনেছি একটি রাজনৈতিক দলের (জামায়াত) কিছু ব্যক্তি বা বেশ কিছু বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে।

এখন আমি যতটুকু বুঝি, ধর্মীয় বিষয়ে অনেক মুরুব্বি ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন।

আমি একজন সাধারণ মুসলমান হিসেবে যতটুকু বুঝি, যা আমার না আমি যদি তা দেবার কথা বলি।

অর্থাৎ যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে সমকক্ষ দেখছি। অর্থাৎ দোজখ-বেহেশত-দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ।

যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে।

সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক। এটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে।

আপনি যদি তাদের কথা শুনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন।

যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার। কে কোথায় যাবে?

কার ইহকালে কি হবে, পরকালে কি হবে তা ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহর।

কাজেই যারা এসব কথা বলে তারা শিরিক করছে। একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি। এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে।

গতকাল রোববার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক আলোচনার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X