বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোরে লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
expand
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে শুক্রবার ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে একই তথ্য জানান।

দিনের শুরুতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, বাংলাদেশের ও বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কাতার এয়ারলাইন্সের বিশেষ উড়োজাহাজে তাকে আজ রাত বা আগামীকাল ভোরে লন্ডনে নেওয়া হবে।

এই যাত্রায় মোট ১৫ জন তার সঙ্গে থাকবেন, যার মধ্যে ব্যক্তিগত চিকিৎসক দল এবং যুক্তরাজ্যভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও অন্তর্ভুক্ত।

ঢাকায় কাতার দূতাবাস থেকেও জানানো হয়েছে—এ উদ্দেশ্যে আমিরের পাঠানো কাতার এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো সময় যাত্রার জন্য প্রস্তুত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X