বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেঁধে দেওয়া সময় শেষ, পে স্কেল নিয়ে যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশে বেঁধে দেয়া সময়সীমা ১৫ ডিসেম্বর শেষ হয়েছে।

সময় পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এমন পরিস্থিতিতে কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট হচ্ছেন।

সবশেষ পে-স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়ে অপেক্ষায় আছেন আন্দোলনকারী কর্মচারী নেতারা।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা সচিবালয়ে উপদেষ্টার দফতরে সাক্ষাৎ চেয়ে চিঠি হস্তান্তর করেন।

সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেন জানান, তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন। তবে অফিসে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।

উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে, পে-স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন। খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশাবাদী তারা।

১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিলেও, বর্তমানে আন্দোলনরত নেতারা সেই পথ থেকে কিছুটা সরে এসেছেন।

সচিবালয়ে আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তের কারণে নেতারা কিছুটা ভীত বলে জানা গেছে।

আন্দোলনের একাধিক নেতা জানান, আপাতত বড় কর্মসূচির দিকে যাচ্ছেন না তারা। সরকারি সিদ্ধান্ত এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে তাদের।

বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এ ক্ষেত্রে পে-স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি।

তিনি আরও জানান, সচিবালয়ের ভেতরের অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ। সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন বলেন, তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে দেখা করতে অপেক্ষা করছেন।

আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসবে। সেই আলোচনার ভিত্তিতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে কর্মচারীদের বেঁধে দেয়া সময়ের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, ‘পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত।

কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X