

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহে গ্রেফতার এড়াতে নিজ বাসার ছাঁদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে নগরীর বাঘমারা আওয়ামীলীগ নেতার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে।
নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর ভাই কাজি শিপলু বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কোতেয়ালী থানা পুলিশ আমার ভাইকে গ্রেফতারে অভিযান চালায়।
পুলিশ আমাদের বাসার এসে গেইট খুলতে বলে। পরে আমার ভাই রাজু বিষয়টি টের গ্রেফতার এড়াতে দু'তলার ছাঁদ থেকে লাফ দিলে পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে।
এতে রাজু গুরুতর আহত হয়। পরে পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে আইসিইউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
রাজুর স্ত্রী সাথী জানান, বিগত ৮/১০ বছর ধরে রাজু রাজনীতির সাথে জড়িত ছিলো না। সে রাজনীতি থেকে সরে আসে।
তার নামে কোনো মামলাও নেই। বিগত ৫ আগষ্টের পর সে স্বাভাবিক জীবন যাপন করছিল।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু বাসায় অভিযান পরিচালনা করে।
ওই বাসার কলাপসিবল গেইটে পুলিশ নক করে। তবে, কেউ গেইট না খুলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কি হয়েছে, সে বিষয়ে কোন তথ্য আমার কাছে নেই।
মন্তব্য করুন

