

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ চূড়ান্ত করেছে। তবে সনদটির বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি এখনও নির্দিষ্ট নয়। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর কাছে সনদের কপি পাঠানো হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফশিলে যুক্ত হবে। এতে জনগণের মালিকানা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণ-অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান অঙ্গীকারগুলো হলো: জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। গণ-অভ্যুত্থান ও আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি। শহীদ পরিবার ও আহতদের সহায়তা ও পুনর্বাসন। সংবিধান, বিচারব্যবস্থা ও প্রশাসনে সংস্কার। দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের ভূমিকা
আলোচনার মাধ্যমে ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে ২৮টি প্রস্তাবে ভিন্নমত থেকে গেছে, যার মধ্যে মৌলিক সংস্কার সম্পর্কিত বিষয়ও রয়েছে। যেমন—সংসদে নারীর প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ আইনসভা, প্রধানমন্ত্রীর মেয়াদকাল ও নিয়োগবিধি ইত্যাদি।
কমিশনের নির্দেশনা অনুযায়ী, দলগুলোর প্রতিনিধিদের দ্রুত স্বাক্ষর করতে হবে। আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    