

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে তাৎক্ষণিক ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে ঢাকায় সংযুক্ত করার কথা জানিয়েছে সংস্থাটি।
এ নিয়ে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দেড় মাসের ব্যবধানে মোট ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলো কমিশন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।
এর আগে গতকাল সোমবার এস আর ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম সোহেল বাগেরহাটের ঐ দুদক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এর পরেই নড়েচড়ে বসে দুদক।
বাগেরহাটের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে মঙ্গলবার সকালে দায়িত্ব প্রধান কার্যলয়ে সংযুক্ত করা হয়। এর আগে দেড় মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুদকের মুখপাত্র বলেন, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলে কর্মকর্তাদের ছাড় দিবে না কমিশন।
এদিকে, ১২০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাইফুজ্জামানের ঘণিষ্ঠ দুই সহযোগী উৎপল ও আব্দুল আজিজ দুদকের রিমাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় দুদক।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
