বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ দিনে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
নির্বাচন কমিশন (ইসি)
expand
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন চতুর্থ দিনের শুনানিতে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি সূত্র জানিয়েছে, চতুর্থ দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নামঞ্জুর হয়েছে ১৭ জনের আবেদন।

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘শুনানির চতুর্থ দিনে (মঙ্গলবার) ৭০টি আপিলের শুনানি হয়।

এগুলোর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে।’ মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।

এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসাররা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X