শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
স্বেচ্ছায় রাজসাক্ষী হতে সম্মত হন সাবেক আইজিপি মামুন
expand
স্বেচ্ছায় রাজসাক্ষী হতে সম্মত হন সাবেক আইজিপি মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেবেন বাংলাদেশ পুলিশের সাবেক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল-১ এ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ করা হবে। গোপনীয়তার কারণে শুনানির সময় কোনো সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অপর দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে সকালে মামুনকে কারাগার থেকে আদালতে আনা হয়।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ চলছে। এরই মধ্যে মামলার ৩৫ জন সাক্ষীর জবানবন্দি শোনা হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের ১১তম দিন।

গত ১০ জুলাই মামলার দায় স্বীকার করে স্বেচ্ছায় রাজসাক্ষী হতে সম্মত হন সাবেক আইজিপি মামুন। এরপর ৩ আগস্ট থেকে শুরু হওয়া সাক্ষ্যগ্রহণে এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষী তাদের বক্তব্য দিয়েছেন। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা গত বছরের আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় সাক্ষী তালিকায় রয়েছেন মোট ৮১ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন