মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ শুভ মহালয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
আজ শুভ মহালয়া। ছবি: সংগৃহীত
expand
আজ শুভ মহালয়া। ছবি: সংগৃহীত

আজ রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়া। এই দিনের মাধ্যমে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভোর থেকে দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে চণ্ডীপাঠ, তর্পণ এবং দেবী দুর্গার বন্দনা। শরতের শুভ্র এই সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়েই সূচনা হয়েছে দেবীপক্ষের।

পুরাণ মতে, মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। চণ্ডীপাঠে রয়েছে দেবীর সৃষ্টি ও অসুর বধের বিশদ বিবরণ। মহালয়া শুধু পূজার একটি আনুষ্ঠানিক সূচনাই নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি আধ্যাত্মিক উপলক্ষও। এই দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর, আর ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার শেষ হবে।

আজকের দিনটি সনাতন ধর্মীয় বিশ্বাসে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার দিনও। সকালে ভক্তরা জলাধারে দাঁড়িয়ে তর্পণ করেন, যা পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয়। এরপর শুরু হয় মহালয়ার বিশেষ পূজা ও দেবীর চক্ষুদান। বিশ্বাস করা হয়, আজকের দিনে দেবী দুর্গা তার মর্ত্যে আগমনের বার্তা দেন।

ভোর থেকেই রাজধানীসহ দেশের নানা জায়গায় মন্দিরে ভিড় করেন ভক্তরা। ঢাক-উলুধ্বনি আর চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অনেকে পরিবার-পরিজন নিয়ে মন্দিরে আসেন দেবীকে আহ্বান জানাতে। ভক্তরা জানান, মায়ের আগমনের আনন্দ তাদের হৃদয় জুড়ে ছড়িয়ে পড়েছে। সবাই প্রত্যাশা করছেন, এবারের পূজা হোক নির্বিঘ্ন ও শান্তিময়।

ধারাবাহিকভাবে প্রতি বছর মহালয়ার দিন অনুযায়ী গণনা করে পূজার সময় নির্ধারণ করা হয়। এ বছর মহালয়ার দিন দেবীর আগমন হবে গজে বা হাতিতে। শাস্ত্র মতে, গজে আগমন শুভ লক্ষণ বহন করে। এতে দেশ ও পৃথিবীতে শান্তি, শস্য ও সমৃদ্ধির বার্তা পাওয়া যায়।

তবে দেবীর গমন নির্ধারিত হয়েছে দোলায়, অর্থাৎ পালকিতে। এটি মহামারি, রোগ-শোক বা অশান্তির প্রতীক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা এবারও সমস্ত অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির প্রতিষ্ঠা ঘটাবেন।

ভক্তরা বলছেন, মহালয়ার দিন শুধু ধর্মীয় অনুভূতির বিষয় নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই দিনে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় দুর্গাপূজার প্রস্তুতির শেষ সময় চলছে। প্রতিমাগুলোতে চলছে চক্ষুদান, সাজসজ্জা, রঙ-তুলির শেষ ছোঁয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X