মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগদানের একদিন পরই আটক সাবেক ছাত্রলীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
গ্রেপ্তারকৃত শহীন মিয়া
expand
গ্রেপ্তারকৃত শহীন মিয়া

কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগদানের একদিনের মাথায় ছাত্রলীগের সাবেক নেতা শহীন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শহীন মিয়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। তিনি বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের বাসিন্দা এবং মৃত মো. শহীদ মিয়ার ছেলে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, দেবিদ্বার এলাকা থেকে শাহীন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা কতটি এবং কী ধরনের, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিকভাবে শহীন মিয়া দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

রোববার রাতে তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন।

ওই অনুষ্ঠানে শহীন মিয়ার সঙ্গে প্রায় ২০০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তাঁর ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি নবাগতদের ফুল দিয়ে দলে স্বাগত জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X