

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বৈঠক হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন সিইসি। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং এসব বিষয়ে যৌথ বাহিনীর চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, দুপুর ১২ টায় তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে তিন বাহিনীর প্রধানরা কথা বলতে পারেন।
সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সভা শেষে তিন বাহিনী প্রধান ছাড়াও পুলিশ প্রধানসহ নির্বাচন কমিশনাররা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও যৌথ বাহিনীর কার্যক্রম ইত্যাদি সম্পর্কে ব্রিফিং করবেন।
এছাড়াও প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোও বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
মন্তব্য করুন
