শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়েছে ওসমান হাদির মরদেহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে জন্য মরদেহ নেয়া হচ্ছে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে
expand
জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে জন্য মরদেহ নেয়া হচ্ছে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হৃদরোগ ইনস্টিটিউট ক্যাম্পাস ত্যাগ করে পৌনে ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে।

দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহিদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে।

এদিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। ধীরে ধীরে হাজারো মানুষের জনসমাগম হতে থাকে জানাজাস্থলে।

এদিকে জানাজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।

এর আগে হাদির মরদেহ বহনকারী বিমান গতকাল সন্ধ্যায় ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে। তার মর্মান্তিক মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X