শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ভয় দেখিয়ে ঘুষ আদায়

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
expand
সাবেক মন্ত্রী সাইফুজ্জামানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরী মোল্লাকে চাপ ও ভয় দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক এই ভূমি মন্ত্রীর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করা হয়।

সংবাদ সম্মেলনে আকতারুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে ১০টি মিটারগেজ ইঞ্জিন ক্রয় অনিয়ম ও দুর্নীতিতে সরকারের ৩২২ কোটি টাকার রাজস্ব ক্ষতিসাধনে বাংলাদেশ রেলওয়ে সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মনজুর আলম চৌধুরী এবং সাবেক এডিজি হাসান মনসুর বিরুদ্ধেও মামলা করেছে দুদুক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন