রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আলেমরা গ্রেপ্তার হলে ডিসি-এসপির খোলা মাঠে বিচার: হেফাজত নেতা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ
expand
হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ

হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ বলেছেন, আলেম ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি, এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দফা দাবিতে শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর ডক্টর ইউনুস সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে। এখন তার পূজা করা হয়।

ডক্টর ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলেন, ডক্টর ইউনুস সুদখোর ও নিমক হারামি।

এটা মুর্দা ও নাস্তিক সরকার। আওয়ামী লীগের চাইতে ও খারাপ এবং বাউলদের ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

এ সময় মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ জেলার আলেম ওলামা মসজিদের ইমাম খতিব ও বিভিন্ন ইসলামি সমমনা দলের নেতৃবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সকল গানের আসর বন্ধের দাবি জানান।

উল্লেখ্য মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে তৌহিদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।

একই দিন বেলা ১১টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদ জনতার একটি অংশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তৌহিদ জনতার পক্ষেও একজন আহত হন।

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদ জনতাকে আসামি করে সদর থানায় ২৪ নভেম্বর অভিযোগ করেছেন আহত আব্দুল আলীম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X