

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় ৮ সেপ্টেম্বর, তবে বিষয়টি সংবাদমাধ্যমে মঙ্গলবার প্রকাশ পায়। ডিএনসিসি জানিয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, অফিসের দায়িত্ব পালন না করা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি বা প্রতারণার অভিযোগে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি সাধারণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
মিজানুর রহমান বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছে, তবে কারণ জানি না। তবে প্রশাসককে ঘুষ প্রস্তাব দিয়েছেন কি না? এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ডিএনসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি কয়েকজন কর্মচারীকে উপ-কর কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। পদটি সাধারণত নবম গ্রেডের হলেও ১৪-১৬ গ্রেডের কর্মচারীরাও আবেদন করতে পারেন। মিজানুর রহমানও এই পদে আগ্রহ প্রকাশ করেছিলেন।
পদসংক্রান্ত প্রক্রিয়ায়, মিজানুর রহমান মোহাম্মদ এজাজকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে কাজ সম্পন্ন করলে এক লাখ টাকার উপহার দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন
