শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
expand
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে জেরা হওয়ার কথা থাকলেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সময় আবেদন করায় তা হয়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামুন। সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব ও বিভাজনের কথা তুলে ধরেন। একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানোর দায় স্বীকার করে ট্রাইব্যুনাল, নিহত-আহতদের পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আরেকটি মামলায় আজ পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের সময় আবেদনের কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে কনস্টেবল সুজনসহ চার পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করেছিল পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন