সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪৩তম বিসিএস: নন-ক্যাডারের ৮ হাজার ৫০১ পদ সংরক্ষণের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
হাইকোর্ট
expand
হাইকোর্ট

৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের করা একটি রিটের প্রেক্ষিতে বিসিএসের নন-ক্যাডারভুক্ত ৮ হাজার ৫০১টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মোট ৭৭৩ জন প্রার্থী এ রিট আবেদন করেন। আদালতে তাঁদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। শুনানিকালে তাঁকে সহায়তা করেন আইনজীবী নাঈম সরদার ও আশরাফুল করিম সাগর।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

পরে হুমায়ন কবির বলেন, চলতি বছরের মে মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রেরিত নন-ক্যাডার পদগুলোর সমন্বয় করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮ হাজার ৫০১টি পদে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে সুপারিশ করার জন্য পিএসসিকে নির্দেশ দেয়। সম্প্রতি পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওই পদের মধ্য থেকে অনেক পদ প্রত্যাহার করে পরবর্তী ৪৪তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এই প্রেক্ষাপটে ৪৩তম বিসিএসের রিট আবেদনকারী ৭৭৩ জন নন-ক্যাডার প্রার্থী তাদের জন্য বরাদ্দ করা ৮ হাজার ৫০১টি নন-ক্যাডার পদ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জন্য সংরক্ষণ করতে নির্দেশনা চেয়ে আদালতে আবেদন দাখিল করেন।

উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আবেদনকারীদের জন্য ওই পদগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মারুফ হোসেন, হাসান সরদার, ফারুকুল ইসলামসহ ৫০০ জন বাদী হয়ে রিট মামলা দায়ের করেছিলেন।‌ পরে আরও ২৭৩ জন আবেদনকারী হিসেবে যুক্ত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X