

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। ব্যবহারকারীদের চাহিদা ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মোবাইল কোম্পানিগুলোও নিজেদের অবস্থান মজবুত করছে। ২০২৪–২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ মোবাইল ফোন কোম্পানির তালিকা প্রকাশ পেয়েছে।
১. স্যামসাং (Samsung): দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিই এখনো বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড। বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম ফোল্ডেবল পর্যন্ত সব সেগমেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে তারা।
২. অ্যাপল (Apple): যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপল মূলত প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষে। আইফোনের ব্র্যান্ড ভ্যালু ও iOS ইকোসিস্টেমের কারণে তাদের বাজার দখল স্থিতিশীল।
৩. শাওমি (Xiaomi): চীনের এই ব্র্যান্ড মূলত সাশ্রয়ী মূল্যে ভালো কনফিগারেশনের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।
৪. অপ্পো (Oppo): তরুণদের মধ্যে ফ্যাশনেবল ডিজাইন ও ক্যামেরার কারণে অপ্পোর চাহিদা বেড়েছে।
৫. ভিভো (Vivo): ক্যামেরা ও মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো দখল নিয়ে দ্রুত বাড়ছে।
৬. ট্রান্সসিয়ন (Transsion): টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মালিক এই কোম্পানি। বিশেষ করে আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলোতে জনপ্রিয়তা বিস্তার করেছে।
৭. রিয়েলমি (Realme): বাজেট ও মিড-রেঞ্জ ফোনে দ্রুত পরিচিতি পেয়েছে তরুণদের কাছে।
৮. হুয়াওয়ে (Huawei): নানা নিষেধাজ্ঞার কারণে চ্যালেঞ্জের মুখে থাকলেও প্রযুক্তি ও 5G ক্ষেত্রে এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে।
৯. মটোরোলা (Motorola): লেনোভোর মালিকানাধীন এই ব্র্যান্ড মাঝারি দামের স্মার্টফোনে ধীরে ধীরে বাজার বাড়াচ্ছে।
১০. ওয়ানপ্লাস (OnePlus): দ্রুত পারফরম্যান্স, সুন্দর ডিজাইন ও ক্লিন সফটওয়্যার অভিজ্ঞতার কারণে জনপ্রিয় এই ব্র্যান্ড।
মন্তব্য করুন
