

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চলাচল নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে মাত্র দুই দিন—সোমবার ও বৃহস্পতিবার—চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন তারা। সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত।
পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, এই সময়সীমার বাইরে কোনো প্রতিনিধি হাসপাতালের ভেতরে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় তাদের কোম্পানি প্রদত্ত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন করতে হবে। এছাড়া রোগীর তথ্য সংগ্রহ করা বা প্রেসক্রিপশনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বহুদিন ধরে অভিযোগ ছিল, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ আনাগোনার কারণে চিকিৎসার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং রোগীরা ভোগান্তিতে পড়ছিলেন। এমনকি চিকিৎসকদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখাতে প্রভাবিত করার অভিযোগও উঠেছে।
পরিপত্রে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন—
সরকারি হাসপাতালের চিকিৎসকরা আর বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাড ব্যবহার করতে পারবেন না।
হাসপাতালে মজুত থাকা ওষুধ ও পরীক্ষার পরিবর্তে বাইরের ওষুধ বা টেস্ট করানোর নির্দেশ দেওয়া যাবে না।
কোনো বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সম্বলিত সিল ব্যবহার করা যাবে না; তবে জেনেরিক নামযুক্ত সিল ব্যবহার করা যাবে।
বেসরকারি ওষুধ কোম্পানির ওষুধের তালিকা টেবিলে রাখা যাবে না।
এই উদ্যোগের মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম আরও স্বচ্ছ ও রোগীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
