শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমন ভক্তের জন্য এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি: দীঘি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
expand
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ১০ অক্টোবর শুরু হওয়া আন্তর্জাতিক সংগীত ও সাংস্কৃতিক উৎসব ‘রিয়াদ সিজন’-এ অংশ নিচ্ছে বিশ্বের ১৪টি দেশ। প্রতিটি রাষ্ট্রের জন্য নির্ধারিত রয়েছে বিশেষ দিন, যেখানে তারা তুলে ধরছে নিজেদের গান, নাচ, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের স্বাদ।

এই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশকে ঘিরে অনুষ্ঠান চলছে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে, যা ১১ নভেম্বর শুরু হয়ে আজ (১৪ নভেম্বর) শেষ হচ্ছে। তিন দিনের এই পর্বে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত শিল্পী পারফর্ম করতে রিয়াদে গেছেন। তাদের মধ্যে আছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

দীঘির পাশাপাশি পারফর্ম করছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা এবং ডিজে তুরিন এমএনআর।

আজকের শেষ দিনে বিশেষ আকর্ষণ থাকছেন আসিফ আকবর। দুই মাসের যুক্তরাষ্ট্র সফর সেরে দেশে ফিরে আবার সৌদিতে মঞ্চ মাতাবেন তিনি। একই দিনে আরও গান পরিবেশন করবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই।

এদিকে পুরো আয়োজনে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন দীঘি। রিয়াদে অবস্থানকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তার সঙ্গে। হোটেল রুম পরিষ্কার করতে আসা এক কর্মী দীঘির অনুপস্থিতিতে টেবিলে রেখে যান ছোট্ট একটি চিঠি—প্রিয় শিল্পীর সঙ্গে দেখা করার আন্তরিক ইচ্ছা জানিয়ে। চিরকুটটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।

দীঘি তার ভক্তের সেই লেখাটি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, সকালে বের হওয়ার সময় রিসেপশনে রুমটা পরিষ্কার করে দিতে বলেছিলাম। শপিং করে ফিরে এসে দেখি টেবিলে ছোট একটি চির কুট।

যিনি পরিষ্কার করেছেন, মনে হয় তিনি বাঙালি। সোশ্যাল মিডিয়ার যুগে এভাবে কেউ দেখা করার আকাঙ্ক্ষা জানালে ভীষণ ভালো লাগে।

তিনি আরো বলেন , এই ছোট্ট নোট আমাকে আবার মনে করিয়ে দিল ভালোবাসার জায়গা এখনো চিঠির মধ্যেই বেঁচে আছে। এমন ভক্তের জন্য এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি।

দীঘির পোস্টে মন্তব্য করে অভিনেত্রী ও মডেল বারিশা হক লিখেছেন, তার সঙ্গে অবশ্যই দেখা হওয়া উচিত।” এ ছাড়া অসংখ্য ভক্ত শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কমেন্টে ভরে দিয়েছেন পোস্টটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন