বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি শীতেই একটা করে বিয়ে করব, সংসার নয়: নাজমি জান্নাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
নাজমি জান্নাত
expand
নাজমি জান্নাত

মডেল ও ফ্যাশন ডিজাইনার নাজমি জান্নাত আবারও আলোচনায়। কয়েক মাস আগে অভিনেতা অনন্ত জলিলের মুখে কেক তুলে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তিনি আলোচনায় আসেন। এবার এক সাক্ষাৎকারে তার বিয়ে বিষয়ক মন্তব্য নতুন করে কৌতূহল জাগিয়েছে নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাজমি বলেন, আমার ইচ্ছা, প্রতি শীতেই একটা করে বিয়ে করব। শীতকালে বিয়ের আসরে সাজতে ভালো লাগে, গরম লাগে না, মেকআপও নষ্ট হয় না। বিয়ের আনন্দও অন্যরকম। তবে সংসার করব না-শুধু বিয়ে করব।

বিয়ের পাত্র হিসেবে কেমন মানুষ চান, এমন প্রশ্নে নাজমি জানান, আমি এমন একজন ছেলেকে চাই, যে সত্যিই ভালো মানুষ। সে দেশি হতে পারে, বিদেশি হতে পারে, এমনকি অন্য গ্রহের এলিয়েন হলেও সমস্যা নেই! তবে আমি পাইলট বা মেরিন ইঞ্জিনিয়ার পেশার ছেলেদের পছন্দ করি-তাদের ব্যক্তিত্ব ও ভদ্রতা আমাকে টানে।

সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে তিনি আরও বলেন, আমি ৯০ দশকের প্রেমে বিশ্বাসী। আমার কাছে প্রেম মানেই বিয়ে। আজ প্রেম, কাল ব্রেকআপ-এই সংস্কৃতি আমার পছন্দ না।

একজন পুরুষের কোন গুণ তাকে আকর্ষণ করে-জানতে চাইলে তিনি বলেন, ভদ্রতা, সম্মান আর শালীন আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ যদি আমাকে ‘আপনি’ বলে সম্বোধন করে বা দরজা খুলে দেয়-এগুলো ছোট মনে হলেও আমার কাছে অনেক বড় বিষয়।

মডেলিং ছাড়াও নাজমি শিক্ষকতা ও ফ্যাশন ডিজাইনিং পেশায় যুক্ত। তিনি বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘ঢাকা অ্যাটাক’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X