

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন বছরের নতুন প্রত্যাশা আর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে বিনোদন জগতের তারকারা শুরু করছেন ২০২৬ সাল। এর মধ্যে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে আগামী দিনে নিজের ভুলত্রুটি শোধরাতে চান তিনি।
এ ছাড়া নতুন সিদ্ধান্তে নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান ছোটপর্দার এ আলোচিত অভিনেতা। তৌসিফ মাহবুব বলেন, একই ভুল বারবার ক্যারিয়ার ও জীবনকে একই জায়গায় আটকে দেয়। নতুন বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুরোনো ভুল নতুন করে করব না।
তিনি বলেন, আমরা মানুষ। মানুষমাত্রই ভুল করে। আমার অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনেও অনেক সময় অনেক ভুল করেছি, যে ভুল অনেক সময়ই আমাকে পিছিয়ে দিয়েছে।
তৌসিফ বলেন, ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে চলার পথে ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছেন তিনি। এই ভুলগুলো থেকে শিখেই আমি আজকের তৌসিফ মাহবুব, এতটুকু পর্যন্ত এসেছি। কিন্তু ভুলগুলো শিখেও যদি একই ভুল আবার করি, সেটি মানুষকে সামনে এগোনো থেকে আটকে রাখে। আমার সামনের যাত্রাটা যেন আরও মসৃণ হয়, আমি যেভাবে চাই সেভাবেই যেন হয়। যে কারণে পুরোনো ভুল আর করতে চাই না।
সেই ভুলগুলো কেমন, তা জানতে চাইলে তৌসিফ মাহবুব বলেন, কিছু মানুষ আছে, যারা ক্ষতি করেছে, তাদের সঙ্গে মিশতে চাই না। কিছু কাজ থাকতে পারে, যেগুলো আমার ক্ষতি করেছে, সে রকম কিছু আর করতে চাই না।
তিনি বলেন, একইভাবে কিছু সিদ্ধান্তের কথাও বলা যায়। আগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আর ভুল সিদ্ধান্ত নিতে চাই না। নতুন বছরে নিজেকে নিয়ে এটাই ভাবছি, ভুলের সংখ্যা কমাতে চাই। আর এর মধ্যে ভালো ভালো কাজ করে যেতে চাই। দেড় দশকের ক্যারিয়ারে আগামীর দিনগুলো তিনি আরও বেশি কাজ ও পরিবারের প্রতি মনোযোগ দিতে চান বলে জানান এ অভিনেতা।
মন্তব্য করুন

