রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৬০-বছরও বলিউড বাদশা শাহরুখ খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
শাহরুখ খান
expand
শাহরুখ খান

বলিউডের কিং খান, শাহরুখ খান আজ (রোববার) ৬০ বছরে পা রাখলেন। ৫৯ বসন্ত পেরোনোর পরেও তার রূপালি পর্দায় রোমান্সের জাদু আগের মতোই তাজা। বয়সের ছাপ যেন কোথাও নেই- এখনও তাকে দেখলে মনে হয় ৩০ বছরের যুবকই তিনি।

১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী ছিলেন এবং মা লতিফ ফাতিমা ছিলেন। উভয়ই প্রয়াত।

জন্মদিনের আগের রাত থেকেই ভক্তরা শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাতের সামনে ভিড় জমাতে শুরু করেন। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা রোদ, তীব্র বাতাস বা পুলিশি নিয়ন্ত্রণের চিন্তা ছাড়াই উপস্থিত হন।

জন্মদিনে শাহরুখ নিয়মিতভাবে বেলকনিতে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন, হাত দোলান, চুমু ছুড়ে শুভেচ্ছা জানান -এমন দৃশ্য গত আড়াই দশক ধরে দেখা যায়।

বলিউডে শাহরুখের অভিষেক ঘটে ১৯৯২ সালে ‘দেওয়ানা’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তার ৩৩ বছরের ক্যারিয়ারে অধিকাংশ সিনেমাই সাফল্য লাভ করেছে। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার, পেয়েছেন জাতীয় পুরস্কার, পদ্মশ্রী এবং দেশি-বিদেশি বহু সম্মাননা।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর চার বছর তিনি সিনেমা থেকে দূরে ছিলেন। তবে ২০২৩ সালে ফেরেন রাজার রূপে, মুক্তি পায় ‘পাঠান’ এবং ‘জওয়ান’, দুইটি সিনেমাই হিট হয়ে হাজার কোটি টাকার ব্যবসা করে।

এরপর মুক্তি পায় ‘ডাঙ্কি’, যেখানে প্রথমবার কাজ করেছেন কিংবদন্তি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে।

এ বছর অপেক্ষা করছে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’। meanwhile, মান্নাতের সামনে তার ভক্তরা উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন- দেখা মিলবে কিনা কিং খানের সঙ্গে, সেটাই এখন আলোচনার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন