

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কয়েক মাসের প্রেমের সম্পর্কের পর বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়া আলাদা পথে হাঁটছেন-এমন গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে।
সম্প্রতি আলোচিত এপি ঢিল্লোঁর মুম্বাই কনসার্ট ঘিরে তৈরি বিতর্কের রেশ কাটতে না কাটতেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কনসার্ট ঘিরে সৃষ্ট বিতর্কের পর থেকেই এই জুটির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যদিও এখন পর্যন্ত তারা সুতারিয়া বা বীর পাহাড়িয়া- কেউই ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন বা বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এর আগে মুম্বাইয়ে এপি ঢিল্লোঁর কনসার্টে তারার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে নানা ব্যাখ্যা ও সমালোচনা দেখা যায়।
ভিডিওতে মঞ্চে গায়কের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত দেখে বীর পাহাড়িয়ার প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের একাংশ ভিন্নমত প্রকাশ করেন। তখন এসব আলোচনা উড়িয়ে দিয়ে তারা সুতারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একে ‘ভিত্তিহীন গল্প’ বলে আখ্যা দেন এবং সত্য ও ভালোবাসার জয় হওয়ার কথাও বলেন। বীর পাহাড়িয়াও দাবি করেছিলেন, ভাইরাল ভিডিওটি সম্পাদনার মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের শুরুতে বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে তারা ও বীরকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
পরে একটি ফ্যাশন ইভেন্টে একসঙ্গে শো-স্টপার হিসেবে হাজির হওয়া এবং গণেশ চতুর্থী উদযাপনে একসঙ্গে উপস্থিত থাকার মাধ্যমে তারা নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন।
কয়েক সপ্তাহ আগেও এপি ঢিল্লোঁর কনসার্টকে কেন্দ্র করে তৈরি বিতর্কে একে অপরের পাশে দাঁড়িয়ে সব জল্পনা নাকচ করেছিলেন এই জুটি। তবে সাম্প্রতিক বিচ্ছেদের খবর সামনে আসায় আগের সেই অবস্থান নিয়েই এখন নতুন প্রশ্ন উঠছে।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আপাতত বিষয়টি রয়ে গেছে গুঞ্জন ও জল্পনার মধ্যেই।
মন্তব্য করুন

