

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


না ফেরার দেশে মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নির্মাতা ও অভিনেতা রঞ্জিত পাতিল।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার মৃত্যুর খবর জানিয়ে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে ৪২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা রঞ্জিতের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রিতে।
একদিকে যেমন ইন্ডাস্ট্রি শিল্পীকে হারাল, আরেকদিকে অসংখ্য তরুণ শিল্পীরা হারালেন তাদের পথপ্রদর্শক নির্মাতাকে।
মারাঠি থিয়েটার, টেলিভিশন ধারাবাহিক ও সিনেমাসহ সব মাধ্যমেই উল্লেখযোগ্য অবদান ছিল রঞ্জিতের। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।
বিশেষ করে থিয়েটারের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেন। তিনি শুধু একজন অভিনেতা বা নির্মাতা নন, পাশাপাশি একজন শিক্ষক ও মেন্টর হিসেবেও খুব জনপ্রিয় ছিলেন।
রঞ্জিত তার অভিনয়ের নাটক প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য তরুণ শিল্পীকে উৎসাহিত করেছেন।
তাদের পাশে দাঁড়িয়েছেন এবং শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছেন।
একজন নির্মাতা হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রিয়া বাপাত ও উমেশ কামান অভিনীত নাটক ‘জার তারাচি গোস্তা’। নাটক পরিচালনার পাশাপাশি অভিনয় করেও দর্শদের মুগ্ধ করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘হৃদয় প্রীত জগতে’ও অভিনয় করেছেন, যা ব্যাপক প্রশংসিত।
মন্তব্য করুন

