শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিতিশ কুমারের কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ সানা খানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
বলিউড অভিনেত্রী সানা খান
expand
বলিউড অভিনেত্রী সানা খান

বলিউড অভিনেত্রী সানা খান, যিনি কিছু বছর আগে অভিনয় থেকে সরে গিয়ে ধর্ম ও ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিয়েছেন, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের একটি ঘটনায় তার ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনা ঘটে একটি সরকারি অনুষ্ঠানে, যেখানে নিতিশ কুমার হিজাব পরিহিত এক নারীর হিজাব টেনে নামিয়ে দেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। সেই বিতর্কের প্রেক্ষাপটে সানা খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ঘটনার সময় মুখে এমন আচরণ করা খুবই লজ্জাজনক।

সানা খান লিখেছেন, মেয়েটির মুখ থেকে যেন ‘মুখোশ’ তুলে নেওয়া হলো। পাশের উপস্থিত ব্যক্তিরাও ঘটনাটি হাস্যকর মনে করছিলেন। ভিডিওটি দেখে তিনি নিজেই অত্যন্ত রাগান্বিত ছিলেন এবং মনে করেছিলেন, প্রত্যেক নারীরই এমন আচরণে রাগ করা উচিত।

এ ঘটনায় তিনি দেশে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে সানা খানের পোস্টের সঙ্গে আরও কিছু পরিচিত ব্যক্তিও প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম এবং প্রবীণ গীতিকার জাভেদ আখতারও এ ঘটনার নিন্দা প্রকাশ করেছেন।

জাভেদ আখতার বলেন, তিনি সবসময় পর্দাপ্রথার বিরোধী ছিলেন, কিন্তু এর অর্থ এই নয় যে নিতিশ কুমারের এই কাজ সমর্থনযোগ্য। তিনি মনে করান, মুখ ঢাকা পোশাক বা হিজাব পরিধান একটি ব্যক্তিগত বিষয়, এবং এর সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ যুক্ত করা ঠিক নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X