

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে আলোচনা যেন থামছেই না। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা জল্পনা চলছিল। এর মধ্যেই রাশমিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা ভ্রমণ নতুন করে কৌতূহল বাড়িয়ে দিয়েছে ভক্তদের মধ্যে।
কয়েক দিন আগে রাশমিকা সামাজিক মাধ্যমে শ্রীলঙ্কার এক মনোরম সমুদ্রতীরের একাধিক ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় ঘনিষ্ঠ বান্ধবীদের সঙ্গে রোদঝলমলে দিনে আনন্দে সময় কাটাতে। ক্যাপশনে তিনি জানান, কাজের ব্যস্ততার ফাঁকে হঠাৎ করে পাওয়া দু’দিনের ছুটি উপভোগ করতেই এই ছোট্ট ভ্রমণের পরিকল্পনা। যারা সঙ্গে যেতে পারেননি, তাদের কথা স্মরণ করতেও ভোলেননি তিনি।
তবে ছবির দৃশ্যপটের চেয়েও বেশি নজর কেড়েছে রাশমিকার হাতে দেখা যাওয়া একটি হীরার আংটি। তার অনামিকায় ঝলমলে সেই আংটি দেখেই অনুরাগীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—তাহলে কি বিজয় দেবরকোন্ডার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন তিনি? অনেকেই এটিকে বিয়ের আগের কোনো বিশেষ উদযাপন বলেও ধরে নিচ্ছেন।
এর আগেও শোনা গিয়েছিল, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে এই তারকা জুটির বিয়ে হতে পারে। যদিও এসব নিয়ে এখনো পর্যন্ত দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। নীরবতা আর রহস্য মিলিয়ে নেটদুনিয়ায় তাই জল্পনার শেষ নেই।
শ্রীলঙ্কা সফরের ছবি আর আংটির ঝলক দেখে কেউ কেউ বলছেন, বিয়ের প্রস্তুতি হয়তো শুরু হয়ে গেছে। আবার অনেকের মতে, এটি কেবলই বন্ধুদের সঙ্গে কাটানো একটি সাধারণ ছুটি। সত্যিটা যাই হোক, রাশমিকা ও বিজয়কে ঘিরে আগ্রহ যে আরও বেড়েছে, তা বলাই বাহুল্য।
মন্তব্য করুন

