রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সমালোচনার মুখে শ্রাবন্তী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
expand
শ্রাবন্তী চট্টোপাধ্যায়

তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি নিয়মিতই সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত শেয়ার করেন। ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা ও একাধিক বিয়েবিচ্ছেদের পর তিনি প্রায়ই নেটিজেনদের ট্রলিংয়ের শিকার হন।

সাবেক দু’টি সম্পর্ক শেষ হওয়ার পর প্রাক্তন স্বামীরা নতুন জীবন শুরু করলেও শ্রাবন্তী এখনো সিঙ্গেল। তবুও তিনি কাজের দুনিয়ায় নিজেকে সক্রিয় রাখছেন এবং নিজের মতো করেই জীবন উপভোগ করার চেষ্টা করছেন।

তবে তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। এবার নতুন করে আলোচনায় এসেছেন ইনস্টাগ্রামের একটি ছবি ঘিরে। সম্প্রতি তিনি বাথটাবে বসে তোলা একটি গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন, যা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে দারুণ চর্চার জন্ম দিয়েছে।

ছবিটিতে দেখা যায়—বুদ্বুদভরা বাথটাবে সোনালি বিকিনিতে আরাম করে বসে আছেন তিনি। মুখে তার স্বভাবসুলভ হাসি, আর চোখেমুখে প্রশান্তির ভাব। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—নিজেকে সতেজ রাখুন।

ছবি প্রকাশের পর প্রতিক্রিয়া এসেছে দুই রকম। অনেক ভক্ত প্রশংসা ও ভালোবাসা জানিয়েছেন, কেউ লিখেছেন “দারুণ চোখের অভিব্যক্তি”, কেউ বলেছেন, ওয়াও, অসাধারণ!

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও ছড়িয়েছে কমেন্টবক্সে। কেউ ঠাট্টা করে লিখেছেন, বয়স বাড়লে আর কত কিছু দেখাবেন? অন্য একজন মন্তব্য করেছেন, এই শীতে এতক্ষণ গোসল করছেন?

শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এমন প্রতিক্রিয়া যেন আগের মতোই মিশ্র—ভক্তদের ভালোবাসা আর সমালোচকদের তির্যক মন্তব্য সবই সঙ্গী হয়ে থাকছে তাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X