রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: হচ্ছে না বার্ষিক পরীক্ষা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি
expand
দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ (১ ডিসেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।

তারা সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা এবং চার দফা অন্যান্য দাবির জন্য এই কর্মসূচি শুরু করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা অনেক প্রতিষ্ঠানে বন্ধ রাখা হচ্ছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এই কর্মবিরতি সারাদেশে পালিত হচ্ছে।

এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। কিছু স্কুল আগেই নোটিশ দিয়ে পরীক্ষার স্থগিত ঘোষণা করেছে।

ঢাকা কলেজিয়েট স্কুল, রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, খুলনার সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের লৌহজং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়সহ অনেক স্কুলে কর্মবিরতি পালিত হচ্ছে।

চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও চাঁদপুরের বিভিন্ন স্কুলেও একই অবস্থা বিরাজ করছে। চাঁদপুরের সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়েই কর্মবিরতি চলছে।

গতকাল শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সরকার তাদের দাবিগুলো পূরণ করে, তাহলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে দাবিগুলো পূরণ না হলে কর্মবিরতি চলবে।

শিক্ষকদের চার দফা দাবি হলো-

সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা

বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদগুলোতে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি নিশ্চিত করা

২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের বর্ধিত বেতন-সুবিধা বজায় রেখে গেজেট প্রকাশ

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবিগুলো দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এখনও বাস্তবায়িত হয়নি। তাই শিক্ষকেরা সোমবার থেকে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X