

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
রাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি অভিযোগ, সমস্যা বা পরামর্শ জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের পাঠানো তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান ভিপি জাহিদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের কোনো অ্যাক্সেস না থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা আলাদা এই ওয়েবসাইটটি তৈরি করেছি। এটি শিক্ষার্থীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার একটি সহজ মাধ্যম হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।
রাকসুর অন্যান্য নেতারা জানান, শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনীয় বা মজার ছলে কোনো বার্তা পাঠানো থেকে বিরত থাকে। শুধুমাত্র প্রকৃত সমস্যা ও জরুরি বিষয়গুলোই এই প্ল্যাটফর্মে জানাতে অনুরোধ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাকসুর ভিপি ও বিজ্ঞান সম্পাদক তোফায়েল আহমেদ তোফা সহ অন্যান্য সম্পাদকরা উপস্থিত ছিলেন।
রাকসুর নির্মিত এই ওয়েবসাইটে শিক্ষার্থীরা প্রবেশ করে অভিযোগ জানাতে পারবেন: https://rucsu-complaint-center.vercel.app/
মন্তব্য করুন