মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস পালিত

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
জাবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস-২০২৫ উদযাপন
expand
জাবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস-২০২৫ উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাবিতে আন্তর্জাতিক একাউন্টিং দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

পরে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসিসিএ’র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো.তারেক কামাল, হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও আইসিএমএবি’র কাউন্সিল মেম্বার এস এম জহির উদ্দিন হায়দার, হুদা ভাসী চৌধুরী এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টসের এর পার্টনার এসকে মোহাম্মদ তারিকুল ইসলাম, ব্রাকের হেড অফ ইন্টারনাল অডিট প্রশান্ত সাহা ও সিমেনস হেলথকেয়ারের ডিজিএম শোভন কৃষ্ণ সাহা।

অনুষ্ঠানে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি তানজিলা হোসাইনের সভাপতিত্বে কনভেনার ও সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন