

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদে ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না ও সেক্রেটারি আফসানা আক্তার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
আজ বুধবার সকাল নয়টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত ডাকসুর ফলাফলে চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এ ঘোষণা দেন।
শিবির প্যানেলে জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করে একক ভাবে তিনি সর্বোচ্চ দশ হাজারেরও অধিক পরিমাণ ভোট পেয়ে কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন অন্যদিকে সেক্রেটারি আফসানা আক্তার পেয়েছেন পাঁচ হাজার সাতশত ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি মোছা. আফসানা আক্তার তিনিও কেন্দ্রীয় সংসদে পাঁচ হাজার সাতশো ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন ।
তিনি ১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী।
উল্লেখ্য যে, ইসলামী আইন ও শরীয়াহ বিধান অনুযায়ী নেকাব-পর্দা মান্য করায় প্রতিপক্ষ ,শাহবাগী এবং বামপাড়ায় বারংবার বিতর্কিত ও সমালোচিত হওয়া এই মহিয়সী নারীরা অদম্য সাহস আর মনোবল নিয়ে এগিয়ে গিয়েছেন বারবার।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    