

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, বিভিন্ন অভিযোগ পর্যালোচনা এবং ফৌজদারি মামলার আসামি হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চেয়ারম্যানশিপ বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিভাগীয় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীর বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে উসকানি এবং স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হওয়ায় তাকে বিভাগীয় প্রধানের পদে রাখার বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আপত্তি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের এসব অভিযোগ ও আইনি পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
এ প্রসঙ্গে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আনিত অভিযোগ জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে উসকানি এবং স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করার এবং একাধিক মামলার আসামী হওয়ার বিষয়টি সামনে প্রমাণিত হওয়ায় তাকে বিভাগীয় চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও , পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য ,অধ্যাপক গোলাম রাব্বানী বিগত সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে ক্ষোভ তৈরি হয়।
মন্তব্য করুন
