

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্যমে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিন ফেস্ট-২০২৬।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কেক কাটার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আনন্দঘন শোভাযাত্রার মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান,প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি ড. মো. মনজুর হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দুই দিনব্যাপী এই আয়োজনে এদিন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিনটন কোর্টে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এবং দুপুর ২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং সহ নানা প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব আয়োজনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই জাঁকজমকপূর্ণ ফিন ফেস্টের।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি ড. মো. মনজুর হোসাইন বলেন,"সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন ফেস্ট উপলক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।"
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হক বলেন, "আজকের প্রোগ্রামটি সফল করার জন্য আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিতেও এগিয়ে আছি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন,"বিভিন্ন ইভেন্ট ও পুরস্কারের সমারোহে আমাদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে যেভাবে কৃতকার্য হয়েছে, তাতে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের একজন শিক্ষক হিসেবে আমি গর্বিত।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "প্রথমেই অসুস্থতার কারণে আনন্দ রেলীতে যোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকের যে আয়োজন দীর্ঘ ছয় বছর পর ফিন্যান্স আবার শুরু করেছে এবং সেটা প্রশংসার দাবি রাখছে, পড়াশুনার পাশাপাশি অন্যান্য যে জ্ঞান চর্চার বিষয় গুলো আছে সে গুলোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হবে বলে মনে করি।"
মন্তব্য করুন
