মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটের ১৮ কেন্দ্রে 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
expand
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি।

দুই দিনব্যাপী এই পরীক্ষা ঢাকা ও সিলেটের ১৮টি কেন্দ্র থেকে একযোগে অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম জানান, প্রথম দিন মঙ্গলবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং পরদিন বুধবার একই সময়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকা ও সিলেট দুইটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫২ হাজার ৮৪৩ এবং ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯২ শিক্ষার্থী আবেদন করেছন।

এরমধ্যে ঢাকা কেন্দ্রে ‘এ’ ইউনিটের ৪৩ হাজার ২৫৭ জন ও সিলেট কেন্দ্রে ৯ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়া ‘বি’ ইউনিটে ঢাকা কেন্দ্রে ১৩ হাজার ৮৩৮ জন এবং সিলেট কেন্দ্রে ৮ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৯৮৫ এবং ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৫৮১টি। ঢাকা ও সিলেট বিভাগের মোট ১৮টি উপকেন্দ্রে একযোগেপরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার ১৩টি উপকেন্দ্র হল- ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।

এছাড়া সিলেট বিভাগে ৫টি উপকেন্দ্র হল- শাবিপ্রবি ক্যাম্পাস, পাটানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়।

এদিকে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস, পাটানতুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার ও অগ্রগামী গার্লস হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X