রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ছাত্রলীগ নেতাদের জামিন দিচ্ছে ইন্টেরিম, নির্বাচনের ভোট আর জোট নিয়ে ব্যস্ত বড় ভাইয়েরা’

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের
expand
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের অন্তর্বর্তী সরকার জামিন দিচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এ বিষয়ে তার উদ্বেগ, জুলাই যোদ্ধা কিংবা ছাত্রনেতারা এখন জাতীয় নির্বাচন, ভোট ও জোট নিয়ে ব্যস্ত এবং ছাত্রলীগ নেতাদেরকে মুক্তি দেওয়ার বিষয়ে তারা জানেনও না।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ জানান।

ফেসবুক পোস্টে যুবায়ের লেখেন, আমার বড়ো ভাইয়েরা সব ভোট আর জোট নিয়ে ব্যস্ত। হয়তো জানেও না, ১৫ই জুলাই ঢাবিতে হামলা করা ছাত্রলীগ নেতাদের জামিন দিচ্ছে ইন্টেরিম!

শেষে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এই হচ্ছে ইন্টেরিমের অবস্থা, "একদিকে খুনিদেরকে জামিন দিবে আরেকদিকে বিপ্লবীরা খুন হইলে পরে আসবে সিমপ্যাথি দেখাইতে! আসবে নাটক করতে, আর গালভরা সংস্কারের গল্প শোনাতে। শেইম অন ইউ ইন্টেরিম!!"

এর আগে, ছাত্রলীগ নেতাদের মুক্তি পাওয়ার দৃষ্টান্ত স্বরূপ আরেক ফেসবুক পোস্টে তিনি লেখেন, "গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের জসিমউদদীন হল সভাপতি সুমন খলিফা জামিন পেয়েছে। মাহিন ভাইয়ের করা মামলার ১৭ নাম্বার আসামী ছিলো সে।

ডাকসুর এ নেতা বলেন, ১৫ জুলাই ঢাবিতে ছাত্রলীগের যে কয়টা সন্ত্রাসী আমাদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম এই সুমন খলিফা৷

সেদিন কিছু শিক্ষার্থী ধাওয়া খেয়ে জসিমউদদীন হলে ঢুকে পড়লে সেখানে তার নেতৃত্বে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। আহত শিক্ষার্থীদেরকে হাসপাতালে গিয়েও পুনরায় পিটিয়েছে। তাছাড়া এই বেটা জুলাইয়ের পরেও লীগের বিভিন্ন মিছিল-মিটিং অর্গানাইজ করেছে, নেতৃত্ব দিয়েছে।

এবি যুবায়ের আরও বলেন, এইরকম একজন ঘৃণ্য সন্ত্রাসীকে জামিন দিয়েছে ইন্টেরিম৷ আমি শিওর যে আমি এখন আসিফ নজরুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো, স্যার এটা কিভাবে হইলো- বলবে বাবা আমার কিছু করার নাই, আমি জানি না। উনি জানেন না, ওনাকে বসানো হইসে ঘোড়ার ঘাস কাটার জন্য!!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X